dainik shomoy | logo

২২শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই আগস্ট, ২০২০ ইং

মোঃ আনিছুর রহমানের পক্ষ থেকে দেশবাসীর প্রতি পবিত্র রমজানের শুভেচ্ছা

প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২০, ০১:৫৪

মোঃ আনিছুর রহমানের পক্ষ থেকে দেশবাসীর প্রতি  পবিত্র রমজানের   শুভেচ্ছা

ইয়াছিন মোড়লঃ শ্যামনগর থেকে

প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আস্ সালাম আলাইকু,
বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মোবারক বাদ।
সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল, এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও।
তাই আপনাদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ।
তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহর দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো।
রামাদ্বানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর।
রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমি কামনা করি।

শুভেচ্ছান্তে
মোঃ আনিছুর রহমান
চেয়ারম্যান
বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ
সম্পাদক ও প্রকাশক :

অফিস লোকেশন:

ফোন:

ই-মেইল:

Copyright  @ JagoBarta.  All right reserved. Website Hosted by www.bdwebs.com