চরহাজিগঞ্জ বাজার সমবায় সমিতি নির্বাচন জমে উঠেছে।

৭৪৬

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

কবিরুল আলম এগিয়ে,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ বাজার সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে।
জানা গেছে, তিন বছর মেয়াদী ৯ সদস্য কমিটির ১৬ জন সদস্য ভিন্ন ভিন্ন পদ নিয়ে বিজয়ের লক্ষে ৮৩৬ জন ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন।
১৫ ই ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। চর হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বর্তমান সফল সভাপতি বিশিষ্ট সমাজসেবক কবিরুল আলম চেয়ার প্রতীক নিয়ে ভোট জরিপে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।অপরদিকে আরও একজন সভাপতি প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে তিনজন যথাক্রমে মোঃ সাখাওয়াত বেপারী আনারস প্রতীক মোহাম্মদ লুৎফর খন্দকার হারিকেন প্রতীক, মোহাম্মদ মোরাদ হোসেন, কলস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।সেক্রেটারী পদে তিনজন মোঃ নাইমুর রহমান তুসার মাছ প্রতিক,নুর মোহাম্মদ বেপারী ফুটবল প্রতিক,আলী আকবর মোরক প্রতিক। সাধারন সদস্য পদে ৮জন প্রাথী পতিদন্দিতা করছেন যথাক্রমে মোঃ ছালাম মন্ডল বাইসাইকেল প্রতিক, মোঃ মজিবর রহমান সিকদার অাপেল প্রতিক,নিমাই মন্ডল উট প্রতিক,গনেশ দাশ রিকশা প্রতিক,আবুল হোসেন মোল্লা আম প্রতিক, আঃ রশিদ ডাব প্রতিক,মোঃ কদ্দুস হরিন প্রতিক,মোঃ মোতালেব খান মই প্রতিক,নিয়ে ভোটার দের দ্বারেদ্বারে ১৬জনপ্রাথী ভোট প্রার্থনা করছেন। অধিকাংশ ভোটাররা জানান, অামাদের গত নিবাচনে নিবাচিত সভাপতি কবিরুল আলম সমিতি তে প্রচুর লাভ করায় এবারো তাকে বিজয়ী করতে ইচ্ছুক।

- Advertisement -