নাটোরে শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

২৩৫

দৈনিক সময় অনলাইন ডেস্ক রিপোর্ট

নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌরসভার ০৫নং ওয়ার্ডের মালিপাড়া বাজারে আয়োজিত নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠানে তারা যোগদান করেন।

- Advertisement -

অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও নাটোর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এ সময় অন্যদের মধ্যে বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও জামাল উদ্দীন মিয়াজী বক্তব্য রাখেন।

পরে সাবেক ছাত্রদল নেতা জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেওয়া শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

এই বিভাগের আরও সংবাদ