পিরোজপুরে আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

৫৮৯

পিরোজপুরের ৭ উপজেলায় এবার ১৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে ৪০ হাজার ৮১৯ মেট্রিক টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এর মধ্যে, পিরোজপুর জেলার সদর উপজেলায় ২ হাজার ৫শ ২০ হেক্টর জমিতে ৬ হাজার ৫শ ৬২ টন, ইন্দুরকানী উপজেলায় ২ হাজার ১শ ৭০ হেক্টর জমিতে ৫ হাজার ৬শ ৫২, কাউখালীতে ২ হাজার ২শ ২০ হেক্টর জমিতে ৫ হাজার ৭৫১ টন, নেছারাবাদে ২ হাজার ৮১০ হেক্টর জমিতে ৪ হাজার ৬৭০, নাজিরপুরে ৭২০ হেক্টর জমিতে ১ হাজার ৬২০, ভান্ডারিয়ায় ২ হাজার ৪১০ হেক্টর জমিতে ৬ হাজার ২৭১ এবং মঠবাড়িয়া উপজেলায় ৪ হাজার ৮০ হেক্টর জমিতে ১০ হাজার ২৯৩ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

- Advertisement -

এ লক্ষে জেলায় ৮ হাজার আউশ চাষিদের মধ্যে বিতরণের জন্য প্রায় ৬৮ লাখ টাকা প্রণোদনা পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বর্তমানে জেলার আউশ চাষিরা এ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যস্ত সময় পার করছে। অপরদিকে, বোনা আউশ চাষ শেষে রোপা আউশ চাষেরও প্রস্তুতি হিসেবে।

কৃষি সম্প্রসারণ বিভাগ পিরোজপুরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর জানান, আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এ লক্ষ্যমাত্রা অর্জনে পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগ নিরলসভাবে কাজ করে চলেছে।

এই বিভাগের আরও সংবাদ