ভাঙ্গায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫৯৯

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাড়রা গ্রাম থেকে ৩৭৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাড়রা গ্রাম থেকে মো: হায়দার মোল্লা কে ৩৭৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
এ প্রসঙ্গে ভাংগা থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো: জাহিদ বলেন, এলাকাবাসীর সহযোগিতায় আজ বাড়রা থেকে দুই প্যাকেট ইয়াবাসহ হায়দার মোল্লাকে গ্রেফতার করা হয়।
ভাংগা থানার ওসি সেলিম রেজা বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি,নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ৩৭৪ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ