dainik shomoy | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২১ ইং

রানীশংকৈল কলেজ কাঁচা বাজার ঝড়-বৃষ্টিতে তছনছ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত : মে ২৫, ২০২০, ১৪:২২

রানীশংকৈল কলেজ কাঁচা বাজার ঝড়-বৃষ্টিতে তছনছ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠের কাঁচা বাজারটির, গত কাল ২৪ মে রবিবার রাতের ঝড়- বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান করোনা মোকাবেলায় প্রশাসন কর্তৃক এ বাজারটি বন্দর গুদরি বাজার থেকে ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনার জন্য স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় শতাধিক দোকানঘর রাতের প্রচন্ড ঝড়-বৃষ্টিত ভেঙ্গে দোকানের উপর পনি উঠে গেছে। এতে একদিকে যেমন দোকানদাররা বহু ক্ষয়ক্ষির শিকার হয়েছে অপরদিকে নতুন করে দোকানপাট বানাতেও হিমশিম খেতে খেতে গুনতে হচ্ছে টাকা। দোকানদারদের মালপত্র পানিতে ভিজে বহু ক্ষতি হয়ে গেছে বলে জানান অনেক দোকান মালিক। কাঁচা বাজার দোকান মালিক

আনিসুর রহমান বলেন, গত রাতের ঝড়ে আমার দোকানের সব টিন উড়ে গেছে, মালামালও নষ্ট হয়েছে অনেক। মুদি দোকানদার স্বপন সাহা বলেন ঝড়ের বৃষ্টির পানিতে ঘর ভেঙ্গে চিনি লবন মশলা সহ প্রায় ৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ দিকে শিবদিঘী হেলিপ্যাড স্থানান্তরিত কাঁচা বাজারের ৫০ টি দোকানের একই ক্ষয়- ক্ষতি হয়েছে বলে জানান সেখানকার দোকানদাররা। এ ব্যাপারে একাধিক দোকানদার বলেন ক্ষতিগ্রস্ত বাজার দুটিতে কোন প্রসাশন কিংবা জনপ্রতিনিধি কেউ খোঁজ খবর নিতে আসেনি। ক্ষতিগ্রস্ত দোকানদারগণ জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক :

অফিস লোকেশন:

ফোন:

ই-মেইল:

Copyright  @ JagoBarta.  All right reserved. Website Hosted by www.bdwebs.com