কালিগঞ্জে অবৈধভাবে প্রক্রিয়াকৃত চিংড়ি পেট্রোলে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেললেন ইউএনও রবি।

৩৭৮

মেহেদী হাসান,কালিগঞ্জ প্রতিনিধি:

আজ সকাল ১১ঃ৩০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার রবিউল ইসলাম ।

- Advertisement -

উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের এক অসাধু ব্যবসায়ী মো: গোলাম হোসেন(৪৫) পিতা পিয়ার আলী গাজী চিংড়ি মাছে অপদ্রব্য পুশিং অবস্থায় অভিযান পরিচালনা করে আসামীর নিজের বাড়িতে আটক করে।পচা ভাতের মাড়, ফিটকিরি, সাবু পুশ করে ওজন বৃদ্ধি, তেলা কচুর রস দিয়ে সবুজ ও চকচকে করে অপরাধ করছিল। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে কাছে ক্ষমা প্রার্থনা করেন। অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী বৃন্দ থানা পুলিশের সদস্যবৃন্দ আদালত কে সহযোগিতা করেন ।

অবৈধভাবে প্রক্রিয়াকৃত চিংড়ি খাবার অযোগ্য হওয়ায় গাড়ির চাকায় পিষে পেট্রোলে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ