কালিগঞ্জে ইউনিফর্ম স্কুল হেল্থ প্যাকেজেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯২

মেহেদী হাসান, কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহণে মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১ ঘটিকায় “ইউনিফর্ম স্কুল হেল্থ প্যাকেজেস” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল, কৃমিনাশক ঔষধ সেবন এবং ক্ষুদে ডাক্তার দ্বারা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক আলোচনা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম,নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম ফজর আলীপ্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুড ইনস্পেকটর আব্দুস সোবহানের সষ্ণালনায় কর্মশালা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: গোলাম মোস্তফা এবং ডা. মো: মোস্তাফিজুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ