কালীগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন

৪৫৫

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন ও তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির দাতা সদস্য শেখ ফিরোজ কবির কাজলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় নতুন কমিটির সভায় বক্তব্য রাখেন।
অভিভাবক সদস্য আজিজুল ইসলাম, বিল্লাল হোসেন, মহিউদ্দিন, শফিউল্লাহ, মহিলা অভিভাবক সদস্য মাকলুদা বেগম, শিক্ষক প্রতিনিধি অহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আজিজুর হককে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন। সংবাদকর্মীসহ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী।

এই বিভাগের আরও সংবাদ