চরভদ্রাসনে ড্রেজিংও বালু পরিবহন বিষয়ক সভা অনুষ্ঠিত

১৭৬

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলায় পদ্মা ড্রেজিংয়ের স্তপৃকত বালু পরিবহন বিষয়ক
সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে স্থানীয় বালু ব্যবসায়ীদের নিয়ে এ সভার আয়োজন করেন প্রশাসন। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা তানজিলা কবির ত্রপা,। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফেজ আলহাজ্ব মোঃ কাওছার,।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লাও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো:আজাদ খান,মো:ইয়াকুব আলী,স্থানীয় নেতা ও ব্যবসায়ী মো:আনোয়ার আলী মোল্লা, ফকির মোশারফ হোসেন,মো:খোকন মোল্লা,জুলহাস শিকদার, মো:বোরহান উদ্দিন মোল্লা,আলী প্রামানিক,ফয়সাল হাসান শাওন,শাহিনুজ্জামান,ছাত্রলীগ সভাপতি মোঃ কামরুল ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের হাসিবুল হাসান।এর আগে গত ১৭ জানুয়ারি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় ফরিদপুর ৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলার বিভিন্ন ফসলীর মাঠের উপর স্তপৃকত পদ্মা ড্রেজিংয়ের বালু মাহেন্দ্র, গাড়ী, লড়ী
ও ট্রলি গাড়ীতে অতিরিক্ত বোঝাই করে তা সরবাহ
করা নিষেধ করেন।এসব বালুবাহী,গাড়ীর কারনে
এলাকার রাস্তাঘাট বিনষ্ট হওয়া সহ পরিবেশ বিষয়ে তুলেছিল। তাই দিনের বেলায় বালু
সরবরাহ বন্ধ করার কারণে উপজেলার ব্যবসায়ীরা বিপাকে পড়ে ছিল।মঙ্গলবার প্রশাসন বালু ব্যবসায়ীদের নিয়ে সভা করে সিদ্ধান্ত নেন যে প্রতিটি পরিবহন ২০০ ফিটের অতিরিক্ত বালু লোড নিতে পারবে না। বাজারের ভিতরে দিয়ে বাজারের ভিতর দিয়ে কোন বালুবাহী গাড়ী চলবে না,পদ্মা ড্রেজিংয়ের টেন্ডার কৃত বালু নিজের জায়গা ছাড়া অন্যের জমিতে রেখে বালু বাণিজ্য করা যাবে না এবং মাটি খনন করে তা বিক্রি করা যাবে না।

এই বিভাগের আরও সংবাদ