চরভদ্রাসনে ২০ টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

২৪৭

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের জেলখানা সংলগ্ন বেড়িবাঁধের ওপর বসবাসকারী ২০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

- Advertisement -

রবিবার রাত 9:30 টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবীর ত্রপা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।

আরও উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান, মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু।

এই বিভাগের আরও সংবাদ