ঢাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিনিধিঃ
১৯ ডিসেম্বর রবিবার সকাল ০৬ টা থেকে ২০ ডিসেম্বর সোমবার সকাল ০৬ টা অবদি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি এমপি বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
২০ ডিসেম্বর সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার ডিসি মোঃ ফারুক হোসেন জানান ঢাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা নিধন কল্পে ঢাকার বিভিন্ন থানার এরিয়াতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনের নিকট হতে ১৩ হাজার ৪৭ পিছ ইয়াবা, ০৪ কেজি ৮৫০ গ্রাম গাজা ৪০ দেশি মদ ৩২০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন মাদকের ভায়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি অভিযান অব্যহত থাকবে।