দাকোপে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

২৬৫

মাহমুদুল হাসান আলমগীর- দৈনিক সময় দাকোপ( খুলনা) প্রতিনিধি :

দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় উৎসব মূখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

- Advertisement -

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় মাল্যদান কর্মসূচী। পর্যায়ক্রমে মাল্যদান করেন দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা এবং তার অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যান্য রাজনৈতিকদল, দাকোপ প্রেসক্লাব, দাকোপ উপজেলা বøাড ও অক্সিজেন ব্যাংক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারী উন্নয়ন সংস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করন, সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার এবং শিক্ষার্থীদের অংশ গ্রহনে শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, শিশু কিশোর ও মহিলাদের পৃথক পৃথক ক্রিড়া প্রতিযোগীতা, মসজিদ, মন্দির গীর্জায় জাতীর জনক বঙ্গবন্ধুসহ শাহাদাত বরনকারী পরিবারের সকল সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানা এবং থানা হাজতে উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগীতা, বিকাল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। এরপর পুরুস্কার বিতরন এবং সব শেষ সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার দাকোপ সি সার্কেল মোঃ রাশেদ হাসান, দাকোপের সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশা, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, সকল বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ