দাকোপ থানা পুলিশের অভিযানে মাদক সহ আটক -১
মাহমুদুল হাসান আলমগীর- দৈনিক সময়, দাকোপ( খুলনা) প্রতিনিধি :
দাকোপ খুলনা প্রতি নিধি ঃ দাকোপ থানা পুলিশের অভিযানে মাদক দ্রব্য সহ এক জনকে আটক করা হয়েছে।
দাকোপ থানা পুলিশ সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বার সন্ধ্যায় খুলনা অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল,মোঃ রাশেদ হাসানের দিক নির্দেশনায় দাকোপ থানা অফিসার ইনচার্জ, শেখ সেকেন্দার আলী এর নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় অত্র থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় -চালনা বাজার উত্তর কলোনী পাড়া এলাকর খানজান আলী মোল্যা পুত্র মোঃ ইসমাইল মোল্যা (২৭) কে- ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা মাদকদ্রব্য সহ গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ বলে জানা যায়।