নূরনগরে ওয়ার্ল্ড ভিশন কতৃক দুই দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ ।

৩৬৭

গাজী আদনান, শ্যামনগর উপজেলা প্রতিনিধি:

অদ্য ১৩ ও ১৪ ই ডিসেম্ভর (সোমবার ও মঙ্গলবার ) নুরনগর আশলতা হাইস্কুলে চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহম্মেদ এর মিসেস রাহেলা বেগম এর সভাপতিত্বে- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ইউ এস এ আই ডি (USAID) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর মধ্যে দুই দিন ব্যাপী দুর্যোগ ঝুঁকি প্রশমনে ঘূর্ণিঝড় পূর্বাভাস, অনুসন্ধান, উদ্ধার, প্রাথমিক চিকিৎসার উপর রিফ্রেসার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ০৪ নং নুরনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহম্মেদের মিসেস রাহেলা বেগম, ইউপি সচিব মোঃ আবু হেনা, ইউনিয়ন সি পি পি টিম লিডার রাশেদুল ইসলাম । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ৪নং নুরনগর ইউনিয়নের UDMC,WDMC,CPP সদস্যগন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের সি পি এফ আদনান জেব ও ইউনিয়ন পি পি লিডার মোঃ রাশেদুল ইসলাম

এই বিভাগের আরও সংবাদ