রাণীশংকৈলে কবিতা পরিষদের আবৃত্তি অনুষ্ঠান।

৪৬৮

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রগতি ক্লাব প্রাঙ্গনে
শুক্রবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাণীশংকৈল কবিতা পরিষদের আয়োজনে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ” সাহসী উচ্চারণ ”
অনুষ্ঠিত হয়। ওই পরিষদের আহবায়ক প্রভাষক
প্রশান্ত বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন ঠাকুরগাঁও- ০৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু শাহানশাহ ইকবাল,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, পৌর কাউন্সিলর ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- প্রশান্ত বসাক। বক্তারা তাদের বক্তব্যে
মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে
কবিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করেন-
প্রশান্ত বসাক, আলমগীর হোসেন, মনিরুজ্জামান মনি, আশরাফ আলী, ফরিদা ইয়াসমিন, নাসরিন আকতার, শাহানশাহ ইকবাল, শাহীন কোরাইশী,স্নিগ্ধা, জাহিদ হোসেন, মাসুমা আকতার লিপি, সাদেকুল
ইসলাম, আসাদুজ্জামান রাজু আশরাফ আলী, মালিহা, তৃষা পাল, আরিফ হোসেন ও শাপলা।
সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ