শ্যামনগরে বাবার বাড়ি যাওয়ার নাম করে শিশু সন্তান সহ পুত্রবধূ উধাও!

৪৮৪

মিলন হোসেন: নিজেস্ব প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বাবার বাড়িতে যাওয়ার নাম করে ৭ বছরের শিশু মোস্তাফা বুল বুল (নয়ন)সহ উধাও হয়েছেন হোসেন আরা খাতুন নামের এক গৃহবধূ , অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ১৯ জানুয়ারি শ্যামনগর থানায় মিসিং ডয়েরী করেছেন তার শশুর মোঃ আব্দুল ওয়াহেদ।

উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম আটুলিয়া গ্রামের সুকরুলের স্ত্রী হোসনে আরা খাতুন ও সন্তান মোস্তফা বুলবুল (নয়ন) উধাও হয়ে গেছে। বর্তমানে সুকরুল কর্মসংস্থান ইটের ভাটা উত্তরবঙ্গে অবস্থান করতেছেন । একারণে সুকরুলের পিতা মোঃ ওয়াহেদ
পুত্রবধূর খোঁজে দিশেহারা।

- Advertisement -

নিখোঁজ হোসনে আরা খাতুনের শশুর জানান ১৪ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় আমার পুত্রবধূ বাবার বাড়িতে যাওয়ার নাম করে, বাড়ি থেকে বের হয় কিন্তু পরবর্তীতে জানতে পারি, সে তার বাবার বাড়িতে যায় নাই, এবং আমার বাড়িতে ফেরত আসে নাই । আমার সন্দেহ হয় এলাকার কোন একজন আমার পুত্রবধূ হোসনে আরাকে ভাগিয়ে নিয়ে গেছে । অনেক খোঁজাখুঁজির পরেও না পাইয়া আমি অবশেষে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছি ।

এই বিভাগের আরও সংবাদ