ন্যাম ভবনে থাকা এমপি শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

ন্যাম ভবনে অবস্থান করা নওগাঁ-২ আসনের সদস্য সংসদ (এমপি) শহীদুজ্জমান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই বিষয়টি স্বীকার করেছেন।

২১৩

শুক্রবার (০১ মে) রাতে তিনি বাংলানিউজকে জানান, বলা হয়েছে তার করোনা পজেটিভ। কিন্তু এখনও রিপোর্ট হাতে পাননি। তিনি তেমন একটা অসুস্থও বোধ করছেন না। তাকে আপাতত ন্যাম ভবনেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাম ভবনের ৪ নম্বর বিল্ডিং-এ তিনি অবস্থান করছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন।

- Advertisement -

শহীদুজ্জমান সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নির্বাচিত এবং বেশ কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি গত দশম জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বিশ্বে জড়িয়ে পড়া করোনা ভাইরাস (কভিড-১৯) দ্বারা বিভিন্ন দেশের বেশ কিছু ভিভিআইপিও আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে মার্চ থেকে করোনা আক্রান্ত শুরু হওয়া পর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

এই বিভাগের আরও সংবাদ