লালমনিরহাটে আদিতমারীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।

৪১১

মোঃশাহীন আলম লালমনিরহাট

লালমনিরহাট আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় ইয়াকুব আলী (৯৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিহত ইয়াকুব আলী আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা ছিলেন।

- Advertisement -

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এবিষয়ে স্থানীয়রা জানান, সকালে পূর্ব দিকে দৈলজোর এলাকা থেকে দাওয়াত খেয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ঠিক ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী আন্ত:নগর ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।

সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, বিষয়টি জেনেছি মরদেহটি তার পরিবার উদ্ধার করে বাসায় নিয়ে গেছে।

এই বিভাগের আরও সংবাদ