বাঁশখালী‌তে থানা পু‌লি‌শের পৃথক অ‌ভিযা‌নে ১৩,৫০০ পিছ ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার

২৯১

মুহাম্মদ আনিচুর রহমান চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে থানা পু‌লি‌শের পৃথক অ‌ভিযা‌নে ১৩,৫০০ পিছ ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার ক‌রে‌ছে । বুধবার বিকা‌লে ও সন্ধ‌্যায় এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

- Advertisement -

বাঁশখালী থানা পু‌লি‌শের এসআই মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালীর পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১১,৭০০ (এগার হাজার সাতশত ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাঁশখালীর গন্ডামারার বড়‌ঘোনা এলাকার শামসুল আলমের পুত্র মোঃ সোহেল (২৫), উখিয়ার জালিয়াপালং এলাকার ছৈয়দ আহম্মদের পুত্র জসীম উদ্দীন ( ২৭)কে গ্রেফতার করে

বালুখালি, ক্যাম্প-৯, এলাকার মৃত আব্দুল গফফার এর পুত্র মোঃ সাব্বির,(২৫) কে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে সন্ধ‌্যায় একই স্থানে অভিযান পরিচালনা করিয়া ১৮০০ (এক হাজার আটশত ) পিছ ইয়াবা ট্যাবলেট সহ কর্ণফুলী পশ্চিম শিকলবাহা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মোহাম্মদ ওসমান(৪০), কে গ্রেফতার করা হয়।

এ উদ্ধার ঘটনায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ব‌লে জানান বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মোঃ কামাল উদ্দিন । র্তি‌নি আ‌রো ব‌লেন এ অ‌ভিযান প্রতি‌দিন চলমান থাক‌বে এবং অপরাধীকে আই‌নের আওতায় আনা হ‌বে ব‌লে তি‌নি জানান ।

এই বিভাগের আরও সংবাদ