চরভদ্রাসনে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

৪৯৫

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পূর্বদিকে গোপালপুর ঘাট যাতায়াতের প্রধান সড়ক ঘেষে বসবাসরত পদ্মার ভাঙন সকবলিত ৫০টি দুস্থ পরিবারের মাঝে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় বাড়ী বাড়ী ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন প্রশাসন। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত এসব কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান প্রমূখ।
জানা যায়, গত ক’দিনের তীব্র শীতে উপজেলার ভাঙন কবলিত দুস্থ পরিবারগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট প্রশাসন বাড়ী বাড়ী ঘুরে দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। ওই রাতে প্রতি পরিবারে ১টি করে ৫০টি পরিবারে মোট ৫০টি কম্বল বিতরন করেন প্রশাসন। এ সময় ক’য়েকজন অসুস্থ দুস্থকে দেখতে যান নির্বাহী অফিসার। তিনি দুস্থ পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।

এই বিভাগের আরও সংবাদ