নারায়ণগঞ্জে সংবর্ধিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুন্সীগঞ্জের মিজান সরদার।

২৮২

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি‌র সদস্য এম মিজান সরদার নারায়নগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনীত প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণা করতে গেলে , নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রনেতা ভিপি জামির হোসেন রনির নেতৃত্বে, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি‌র সদস্য এম মিজান সরদারকে এ সংবর্ধনা দেয়। এসময় শতাধিক সাবেক ছাত্রনেতা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে এম মিজান সরদার সকলকে এক হয়ে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা প্রতীকের জন্য কাজ করার আহ্বান জানান । নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান করেন।

এই বিভাগের আরও সংবাদ