বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

১৯৩

বিশেষ প্রতিনিধি : ” আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সোমবার সকাল ৭ ঘটিকায় বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পুষ্প অর্পণ করেন। পরবর্তীতে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতে ভাষা শহীদ দিবসের তাৎপর্য উপলক্ষে কবিতা আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমানের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

এই বিভাগের আরও সংবাদ