বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের কম্পিউটার বিষয়ে মাসব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ উদ্বোধন

৭৯২

কালিগঞ্জ প্রতিনিধি : ” শিখি ও শেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষকদেরকে কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক ব্যবস্থপনায় আজ (২৩ ফেব্রুয়ারী) থেকে বিদ্যালয়ে মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্স ( বিসিসি) শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বলেন একটি দেশকে উন্নত করতে হলে প্রত্যেককে কম্পিউটার বিষয়ে দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়তে হলে আগে শিক্ষকদেরকে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। সে জন্য অত্র বিদ্যালয়ের সকল শিক্ষককে কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়ার লক্ষ্যে শিক্ষকদেরকে শ্রেনীর কার্যক্রমের বিরতির মধ্যে মাসব্যাপী কম্পিউটার বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ শুরু করেছি। তিনি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হককে এবং বিদ্যালয়ের ল্যাবে এসি প্রদান করায় কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রহমান ও কোর্স কো-অর্ডিনেটর সহকারী শিক্ষক (আইসিটি) রুখসানা আক্তার।

এই বিভাগের আরও সংবাদ