কালিগঞ্জে সরকারি ঘর দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে তাকে ছাড় দেওয়া হবে না (ইউএনও)খন্দকার রবিউল ইসলাম।

৩৮১

মেহেদী হাসান,কালিগঞ্জ প্রতিনিধি:

কালিগঞ্জে সরকারি ঘর দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেছেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, তিনি “উপজেলা প্রশাসন কালিগঞ্জ সাতক্ষীরা”এর ফেসবুক একাউন্ট থেকে একটা স্টাটাস এ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরকারি বরাদ্দকৃত ঘর দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে না দেওয়ার জন্য অনুরোধ করছি। ভূমিহীন গৃহহীনের ঘর যাচাই- বাছাইয়ে বা বরাদ্দে কোনরকম আর্থিক লেনদেন প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সকল রকম যাচাই-বাছাই বা বরাদ্দ উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এক্সক্লুসিভ কমিটির মাধ্যমে হয়ে থাকে বিধায় কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভূমিহীনের গৃহ বা বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস পেতে কারো সঙ্গে আর্থিক লেনদেন করলে ঘর বরাদ্দ বাতিল হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ