ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম

১৯০

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন মোঃ জিয়ারুল ইসলাম। তিনি জেলার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ।

- Advertisement -

রোববার (৬ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসির নাম ঘোষণা করে হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোঃ আলিমুজ্জামান।

জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। এ সময় পুলিশের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ