কয়রায় বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত আতংকে ১৭ গ্রামের মানুষ।

৩৫৮

আল মামুন কয়রা খুলনাা। :-খুলনার কয়রায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামে কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে । আতংকে ১৭ গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়,১৬ জুলাই রবিবার দিবাগত রাতে কপোতাক্ষ নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পায়ে দুর্বল বেঁড়িবাধে ভাঙ্গন দেখা দেয়। মুহূর্তের ভিতর ২শ মিটার জায়গাজুড়ে ভাঙ্গন নদী গর্ভে বিলীন হযে যায়। সকালে স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায় কিন্তু দুপুরের জোয়ারেরও পানি বৃদ্ধি পাওয়ায় মুহূর্তের ভিতর প্লাবিত হয় চোরামুখা, ঘড়িলাল, ও সরদারপাড়াসহ পাঁচ গ্রাম। কয়রার স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান বলেন, পূর্ণিমার কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে খুলনার উপকূলবর্তী এলাকা কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা নামক স্থানে কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধের প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়ে গেছে, এবং কয়েকশত একর মৎস্য ঘের ডুবে গেছে। এ নিয়ে এলাকার হাজারো মানুষ আতঙ্কে আছেন।

এই বিভাগের আরও সংবাদ