কালীগঞ্জে বিজয় দিবসে খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি

৩৭৬

জিএম মামুন বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গ্রাম বাংলার ঐতিহ্য জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

হাডুডু খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন মথুরেশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ঘোষ বাবুর নেতৃত্বে (খাজাবাড়িয়া- উজয়মারি) বনাম ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জিএম আব্দুল জলিল (প্যানেল চেয়ারম্যান ২) এর নেতৃত্বে দুদলী গ্রামের বাছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে মনোমুগ্ধকর খেলাটি অনুষ্ঠিত হয়। এবং খেলাটি উপভোগ করেন কালীগঞ্জ উপজেলার হাজার হাজার দর্শক।

- Advertisement -

খেলা শেষে ৮ নম্বর ওয়ার্ডের অধিনায়ক সাংবাদিক জিএম মামুন, এবং ৭ নাম্বার ওয়ার্ড এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।

খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মমিনুর রহমান,সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি নাসির বাবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গাইন, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি সহ খাজাবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ