রমজাননগর ঘেরে বিষ প্রয়োগ ও মাছ চুরির চেষ্টায় এলাকাবাসীর পিটুনি

১৪

নিজস্ব প্রতিনিধিঃ- শ্যামনগর উপজেলার রমজাননগর সোরা গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।তথ্যসুত্রে জানা যায় সোরা গ্রামের মৃত অঘোর শেখ এর পুত্র আবুল হোসেন আলী (৪৭) ওয়ার্ড আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব আছে। ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বনে গিয়ে এমন কোন কাজ নেই করিনি।বিগত শনিবার দিনগত রাতে সোরা গ্রামে জামায়াত কর্মী ওয়াজেদ আলী গাজীর ভাই সাইদুলের মাছের ঘের ও পুকুরে মাছ চুরি করে। একই দিনে সোরার মৃত ছতরদ্দির পুত্র বিএনপি নেতা গফুর গাজী ধানপাতার চাতরে লোনাবিষ প্রয়োগ করে (১০ জমির)পাতা নষ্ট করে দেয়।সে প্রায়ই বিভিন্ন ঘের থেকে মাছ রাতের আধারে চুরি করে মাঝে মধ্যে ধরা পড়েছে।তার এহেন কাজে লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে।গত ১৯/১২/২৪ বৃহস্পতিবার সোরা মঈনউদ্দিন গাজীর পুত্র মোস্তফা গাজী ঘেরে মাছ চুরি করে এবং একই দিনে ওয়ার্ড মেম্বারে ভাই মিন্টু ঘেরে বিষ ঢেলে দিতে গেলে পাশের ঘেরে মালিক জামায়াত নেতা মোহাম্মদ আলীর ভাই মোস্তফা গাজী দেখে ফেললে হাক-চিৎকারে করেন।এসময়ে পাশের লোকজন তাকে তাড়া করে ধরে ফেলে উওম মাধ্যম দেয়।এমন ঘটনা সে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় করে থাকে।এ বিষয়ে ওয়ার্ডের মেম্বার গাজী আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সে পেশাদার চোর পরিনত হয়েছে এলাকায় বিভিন্ন সময় চুরি করে থাকে।আমি লোকজনের নিকট থেকে উদ্ধার করে চিকিৎসা করার জন্য তার স্ত্রী ও ছেলেদের মাধ্যমে শ্যামনগর উপজেলা সরকারী হাসপাতালে পাঠানো হয়।এই বিষয়ে এলাকাবাসী এই আওয়ামীলীগনেতা হোসেন আলী চোর এর আইনানুগ ব্যবস্থা দাবী করেন।

এই বিভাগের আরও সংবাদ