স্নেহ মমতা
আবু হোরায়রা রা: থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সা: হাসান ইবনে আলিকে চুমো খেলেন। ( তা দেখে) আকরা ইবনে হাবিস বললেন, আমার তো ১০টি সন্তান আছে, কিন্তু তাদের একজনকেও চুমো খাইনি। রাসূল সা: বললেন, যে অন্যের প্রতি স্নেহ মমতা করে না, তার প্রতিও স্নেহ মমতা করা হয় না। (বোখারি ও মুসলিম)