মেহেদী হাসান,কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের কে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ মার্চ) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাঈদ মেহেদী। অনুষ্ঠানে ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সম্মাননা স্মারক , বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম আলহাজ্ব শেখ জহুরুল হককে মরণোত্তর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা স্মারক, ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং সকল শিক্ষকবৃন্দকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা স্মারক এবং উত্তোরীয় প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি সাঈদ মেহেদী। তিনি বলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৫২ বছরের মধ্যে সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের কে যে বিদায় সংবর্ধনা প্রদান করলেন এটা শিক্ষক সমাজের উজ্জল দৃষ্টান্ত। আমি মনে করি উপজেলার প্রথম ডিজিটাল হাজিরা শিক্ষা প্রতিষ্ঠান বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত সরকারের সষ্ণালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল,নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষক ইউসুফ আলী,বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন,অভিভাবক সদস্য কোমল সরদার,সিনিয়র শিক্ষক ব্রজেন কুমার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাস বাচ্চু,বিদায়ী শিক্ষক আসাদুর রহমান খান, কৃষ্ণপদ ঘোষ,আহম্মদ আলী,শিবপদ সরকার,আব্দুর রাজ্জাক, রেজাউল হক,আবুল কাসেম,বিদ্যোৎসায়ী সদস্য রফিকুল ইসলাম,নাঈমুজ্জামান খান,স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, খারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন,দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন,ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার সুধীজন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।