দৈনিক সময় ডেস্ক:
রাজধানীর গুলশান ১নম্বর ডিসিসি মার্কেটে দক্ষিণ দিকের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছেন এর আগে ভবনের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে আগুন লাগে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের সাতটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।