সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের জেলখানা সংলগ্ন বেড়িবাঁধের ওপর বসবাসকারী ২০ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার রাত 9:30 টার দিকে এসব কম্বল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে একটি করে কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবীর ত্রপা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।
আরও উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান, মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু।