রোববার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর উদ্বোধন করেন। এই পলিমার চেইন রিএ্যাকশন (আর টি-পি সি আর) ল্যাব স্থাপন করায় প্রতিদিন গড়ে ৯৪টি ও ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
এসময় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেশ সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেশ সরকার জানান, গত ১০ এপ্রিল দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০