মাসুম বিল্লাহ:পিরোজপুর প্রতিনিধি : “টিকা নিন, সুস্থ থাকুন” এই স্লোগানে পিরোজপুরে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে চলছে এই টিকা কার্যক্রম। উৎসবমুখর পরিবেশে চলছে এই টিকা কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় ২১৬ টি কেন্দ্রে চলে টিকা কার্যক্রম। যাতে হাজার হাজার মানুষ টিকা গ্রহন করছে। পিরোজপুরের ৫২টি ইউনিয়নে ১৬২টি কেন্দ্রে, ৪টি পৌরসভায় ১৮টি কেন্দ্রে এবং অতিরিক্ত আরো ৩৬টি টিকা কেন্দ্রে চলছে গণটিকা কার্যক্রম। যা চলবে টিকা গ্রহণকারী যতক্ষন থাকবে।
টিকা কেন্দ্রগুলোতে টিকাদান পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।