ইয়াছিন মোড়ল :নির্বাচনী এলাকা সাতক্ষীরা -৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক আসনের দিনমজুর ও ভ্যানচালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দেয়ার জন্য সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন ১০৮ সাতক্ষীরা -৪ জাতীয় সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন।
স্থানীয়রা জানিয়েছে, কালিগঞ্জ সদর, দুদলি, রায়পুর মৌতলা বাস স্ট্যান্ড, খানপুর,শ্যামনগর সদর, সোনার মোড়ে, বংশীপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের পাশে যেয়ে নিজে হাতে শাড়ি তুলে দিয়েছেন। রবিবার ৭ এপ্রিল সকাল থেকে তিনি বিকাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ নুরজামান টুটুল, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ। সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৫৬ বয়স উদ্ধ ভ্যান চালক আনোয়ার হোসেন বলেন এই প্রথম কোন এমপির কাছ থেকে একটা উপহার পেলাম বাড়িতে যেয়ে মন ভরে নামাজ পড়ে দোয়া করব। প্রতিবন্ধী ভ্যান চালক বলেন এই প্রকার রোদ্র রোজা থেকে ভ্যান চালিয়ে একটি শাড়ি কেনার ক্ষমতা এখনো হয়নি শাড়িটি পেয়ে আমি অনেক খুশি, এমপি ভাই ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন বলেন, আপনাদের জন্য যে ঈদের উপহারটা এনেছি এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য এনেছি। আপনারা মমতাময় মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন তিনি জানান রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এভাবে আপনাদের সাথে সকল আনন্দ খুশি ভাগাভাগি করে নিতে পারেন। শেখ হাসিনার পরিবারের সকল শহীদদের জন্য দোয়া চান।