সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নে ভোটে আওয়ামীলীগ ১টি এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৯ টিতে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। রোববার রাত ৯টা পর্যন্তু দায়িত্বশীল সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেনি। সূত্র জানায়, বোয়ালমারী উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে যারা প্রথমিক ভাবে বিজয়ী হয়েছেনঃ
১। ঘোষপুর – নবাব মিয়া (আনারস)
২। সাতৈর- রাফিউল আলম মিন্টু (চশমা)✌️
৩। দাদপুর- মোশারফ হোসেন (ঘোড়া)
৪। বোয়ালমারী- আবদুল হক (মটর সাইকেল)
৫। চতুল- রফিকুল ইসলাম (চশমা)
৬। পরমেশ্বরদী- আব্দুল মান্নান (মোটর সাইকেল)
৭। শেখর- কামাল (নৌকা)
৮। রুপাপাত- সোনা মিয়া (আনারস)
৯। ময়না- হক মৃধা (হাতপাখা)
১০। গুনবহা- সিরাজুল ইসলাম (চশমা) হয়েছেন বলে জানাগেছে। এর আগে ১০টি ইউনিয়নে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তপিূর্ণ ভোট গ্রহনের লক্ষে ভোট কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মত।