র্যাব ও পুলিশের সহযোগিতায় শনিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও মো. সাইফুল ইসলাম বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং শারীরিক দূরত্ব বজায় না রাখায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।