মুহাম্মদ আনিচুর রহমান বাঁশখালী উপজেলা চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হাতি হত্যার দায়ে বাংলাদেশে প্রথম পিতা-পুত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ ১৪ ডিসেম্বর, মঙ্গলবার সকালে বাঁশখালী আমলি আদালতের বিচারক মো. মাইদনুল ইসলাম এ নির্দেশ দেন।
মামলার বিবরণীতে জানা গেছে, গত ৩০ নভেম্বর বাঁশখালীর লটমনিতে আব্দুল আলিম ও নেজাম উদ্দিন নামে দুই ব্যক্তি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি হাতিটিকে হত্যার পর তারা মাটিচাপা দেন। পরবর্তীতে বন বিভাগ ওই হাতিটিকে উদ্ধার করে। এ ঘটনায় বন বিভাগ বাদী হয়ে মামলা করলে বাঁশখালীতে আমলি আদালত প্রথম ও দ্বিতীয় আসামি বাবা আব্দুল আলিম ও ছেলে নেজাম উদ্দিনকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কালীপুর রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন বলেন,বাবা-ছেলে মিলে হাতিটিকে হত্যা করে মাটিচাপা দিয়েছে।,বাংলাদেশ এই প্রথম বারের মতো হাতি হত্যা অপরাধে পিতা-পুত্র কে গ্রেফতার করে নজির সৃষ্টি করেছে,আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।
উল্লেখ্য, এক মাসে সাতকানিয়া, চকরিয়া, ঈদগাহ ও বাঁশখালীতে বিভিন্ন কারণে ৬টি হাতির মৃত্যু হয়েছে। শুধু বাঁশখালীতেই ১৯ দিনের ব্যবধানে ২টি হাতির মৃত্যু হয়।