নিজস্ব প্রতিনিধিঃ
কোভিড ১৯ পরবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়া লেখার অগ্রগতি বৃদ্ধি করতে ও শিশুদের বিদ্যালয় মুখী হওয়ার জন্য মা ও অভিভাবকদের সচেতন করা আবশ্যক । সে লক্ষ্যে ৩০ নভেম্বর সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জের ২৫ নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আশরাফ হোসেনের সঞ্চালনায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়ে সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম, সাভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস এমসি কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস এমসি কমিটির সহসভাপতি জীবিতেষ কুমার গাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল কাগজী,সাবেক ইউপি সদস্য মোঃ বফিউল ইসলাম টুটুল, এস এমসি কমিটির সদস্য আবুল কালাম, সমাজকর্মী তারক নাথ মন্ডল, আব্দুল্লাহ আল মাসুদ সহ বিদ্যালয়ের শতাধিক মা ও অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারি মন্ডলি।