দীর্ঘ একটা সময় ঘরবন্দী তারকারা ঈদের শুটিং করতে পারেননি। কারণ, গত ২২ মার্চ থেকে নাটকের শুটিং স্থগিত। তাহলে এবারের ঈদ বিনোদন দর্শকের আগ্রহ মেটাবে কী করে?
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করে এনটিভি। প্রতিবার ঈদ আয়োজন পাকাপোক্ত থাকলেও এবার সেই চিত্র বদলে গেছে। এনটিভির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পাভেল ইসলাম বলেন, ‘এখনো তেমন কোনো প্রস্তুতি নেই। প্রথমত, সব রকম শুটিং স্থগিত। আমাদের নিজস্ব নাটকগুলো গত মাসেই প্রস্তুত করা ছিল। এখন নাটক প্রচার নিয়ে কী করা যাবে, তা এ সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রতি ঈদে দর্শকের জন্য চ্যানেলগুলোতে থাকে বাড়তি আয়োজন। ৭ থেকে ১০ দিনব্যাপী চলে ঈদ অনুষ্ঠান। এ আয়োজনের মূলে একটি আকর্ষণ নাটক ও টেলিছবি। দীর্ঘ একটা সময় ঘরবন্দী তারকারা ঈদের শুটিং করতে পারেননি। কারণ, গত ২২ মার্চ থেকে নাটকের শুটিং স্থগিত। তাহলে এবারের ঈদ বিনোদন দর্শকের আগ্রহ মেটাবে কী করে?
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করে এনটিভি। প্রতিবার ঈদ আয়োজন পাকাপোক্ত থাকলেও এবার সেই চিত্র বদলে গেছে। এনটিভির অনুষ্ঠান ও যোগাযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পাভেল ইসলাম বলেন, ‘এখনো তেমন কোনো প্রস্তুতি নেই। প্রথমত, সব রকম শুটিং স্থগিত। আমাদের নিজস্ব নাটকগুলো গত মাসেই প্রস্তুত করা ছিল। এখন নাটক প্রচার নিয়ে কী করা যাবে, তা এ সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
এবারও ঈদে এটিএন বাংলায় ১০ দিনব্যাপী অনুষ্ঠান প্রচার হবে বলে জানালেন এটিএন বাংলার অনুষ্ঠান এবং সম্প্রচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কে এম মাহমুদ। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা কাউকে নতুন করে শুটিংয়ের কথা বলতে পারি না। এ অবস্থায় নতুন–পুরোনো মিলিয়ে আমাদের নাটক প্রচার হবে। ৫০ ভাগ নাটক নতুন এবং ৫০ ভাগ আমাদের চ্যানেলে প্রচারিত দর্শকপ্রিয় নাটকের পুনঃপ্রচার হবে।’