নিজস্ব প্রতিনিধিঃ
০৪ ডিসেম্বর শনিবার সাতক্ষীরার শ্যামনগরে প্রাথমিক অধিদপ্তর কর্তৃক ১৫৭ নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন হয়েছে।
পরিদর্শন সম্পাদনে প্রধান পরিদর্শক হিসেবে পরিদর্শন করেন প্রাথমিক অধিদপ্তরের পলিসি এ্যান্ড অপারেশন শিক্ষা অফিসার মোঃ ইয়াকুব আলী মিঞা, সহোযোগী হিসেবে উপস্থিত ছিলেন আবু হেনা মোস্তফা কামাল এ ডিপিও সাতক্ষীরা, এসময়ে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ হোসেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্যামনগর,সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার মোঃ সোহাগ আলম সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্যামনগর।
পরিদর্শন বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার মোঃ সোহাগ আলমের নিকট আলাপকালে জানাগেছে
করোনা কালীন পাঠদান ও করোনা পরবর্তী পাঠদান সংক্রান্ত যাবতীয় তথ্য দেখভাল এবং কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন ও কর্মসম্পাদন সূচকের মান অর্জনের নিমিত্তে কোভিড- ১৯ রিকোভারি প্লান অনুযায়ী শিক্ষার্থীর শ্রেণিকার্যক্রম,বাড়ির কাজ ও ওয়ার্কশীট মূল্যায়নের তথ্য সংগ্রহের জন্য সারাদেশে এ পরিদর্শন চলমান। সে মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিদ্যালয় মূল্যায়িত তালিকায় শ্যামনগর উপজেলার ১৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে (০১ টি) নব্য জাতীয় করনকৃত ১৫৭ নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অর্ন্তভুক্ত হয়।
পরিদর্শনে বিশেষত প্রধান পরিদর্শক শিক্ষার্থীদের অর্জন যোগ্যতা মূল্যায়ন করতে সহকারী শিক্ষক মোঃ রওশন আলীর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান পর্যবেক্ষন করেন, পাশাপাশি শিক্ষার্থীদের সাবলীল পঠন যোগ্যতা মূল্যায়ন করতে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীর বাংলা রিডিং পড়া যাচাই করেন। এছাড়াও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দেখভাল করে বিদ্যালয় পরিচালনায় সহায়কমূলক পরামর্শ প্রদান করেন।